Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনে শিবিরের জয়, ২ দিনের কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১১

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ভূমিধস জয় অর্জন করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে ফলাফল-পরবর্তী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে আমাদের সমর্থিত জোট বিজয়ী হয়েছে। এ বিজয় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।’

শিবিরের ঘোষিত দুই দিনের কর্মসূচির মধ্যে রয়েছে:

বিজ্ঞাপন

১. শুকরিয়া আদায়ে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত)
২. শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ

জাহিদুল ইসলাম সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এবং কোনো আনন্দ মিছিল বা শোভাযাত্রা এড়ানোর নির্দেশ দিয়েছেন।

এবারের নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করেছেন। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচিত হন।

এছাড়া, অন্যান্য প্যানেল থেকে প্রার্থী দেয়া ছাত্রদল, বাম ও বাগছাস কোনো গুরুত্বপূর্ণ পদে জয়ী হতে পারেনি, যদিও তিনটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

শিবিরের এই বিজয়কে তারা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐতিহাসিক অর্জন’ হিসেবে বর্ণনা করেছেন।

সারাবাংলা/এফএন/এমপি

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর