ঢাকা: জাকসু নির্বাচনে ১২টি আবাসিক হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলে গণনার কাজ এখনও চলমান। সব হলে গণনা শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নির্বাচন কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনা হচ্ছে। ভোরের দিকে কয়েকটি হলে প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ ছিল। তবে যেসব হলে এজেন্টরা ছিলেন, সেখানে গণনা অব্যাহত আছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি হলের ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর গণনা শুরু হয়। সিনেট ভবনে প্রার্থীদের পোলিং এজেন্টরা উপস্থিত থেকে গণনা তদারকি করছেন।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী বলেন, ‘এখন কেবল হল সংসদের ভোট গণনা চলছে। জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে ফলাফল দুপুরের পর হতে পারে।’
তিনি আরও জানান, শিক্ষকমণ্ডলী সারাদিন ভোটগ্রহণে দায়িত্ব পালন করেছেন এবং এখন গণনায় অংশ নিচ্ছেন। ক্লান্তির কারণে গণনার গতি কিছুটা ধীর হচ্ছে।