Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

সারাবাংলা ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (২৯) মারা গেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার সফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় থেকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরদেহ গ্রহণ করেছেন।

নিহত জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, রাতের ক্লান্তি ও পোলিং এজেন্টের অনুপস্থিতির কারণে ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। সকালেও অন্যান্য সহকর্মীর সঙ্গে ভোট গণনায় অংশ নিতে গিয়ে সিনেট হলের দরজায় তিনি পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর