Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবি’র অধ্যাপিকা মৌমিতার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনার সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শোক জানান।

তিনি বলেন, ‘আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা’য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস মৌমিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা ছিলেন। ভোট গণনার সময় আকস্মিক অসুস্থ হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

সারাবাংলা/এফএন/এমপি

জাবি শিক্ষিকার মৃত্যু জামায়াতে আমির ভোট গণনা

বিজ্ঞাপন

সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই
১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

আরো

সম্পর্কিত খবর