Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দফা দাবিতে বায়তুল মোকাররমের সামনে ইসলামী আন্দোলনের সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: সারাবাংলা

ঢাকা: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে। এতে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বিক্ষোভে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। বক্তারা বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে রাজনৈতিক সন্ত্রাস ও অনিয়ম কমবে। তারা অভিযোগ করেন, গত ১৭ বছর দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচার কায়েম ছিল, যা আর চলতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমপি

ইসলামী আন্দোলন বায়তুল মোকাররম সমাবেশ

বিজ্ঞাপন

আগ্নেয়গিরির ভেতরেই যে গ্রাম!
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০

আরো

সম্পর্কিত খবর