Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না: মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায়।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কার্যকর হবে না।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা “বাংলাদেশী জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট” গ্রন্থের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের ধনিক শ্রেণি দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, আর একটি বিশেষ গোষ্ঠী ফুলেফেঁপে উঠছে।’

বিজ্ঞাপন

মঈন খান অভিযোগ করে বলেন, ‘বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই বিপুল অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।’

বিএনপির এই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের সৎ ও আদর্শবান নেতা আখ্যা দিয়ে বলেন, ‘তার সততা ছিল প্রশ্নাতীত। আওয়ামী লীগও কখনো তার বিরুদ্ধে দুর্নীতি বা অসততার অভিযোগ আনতে পারেনি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভুইঁয়া। মূল প্রবন্ধ পাঠ করেন ৭ নভেম্বর প্রজন্মের সদস্য সচিব ইয়াছির ওয়াদাদ তন্ময়। এছাড়া বক্তব্য দেন ড. মারুফ মল্লিক, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

মূল প্রবন্ধে ইয়াছির ওয়াদাদ তন্ময় বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদই সংকট উত্তরণের একমাত্র দর্শন। এটি বিভেদ নয় বরং জাতীয় ঐক্যকে শক্তিশালী করে এবং বিদেশি প্রভাবমুক্ত স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের পথ তৈরি করে।

তিনি আরও বলেন, ‘আজকের বাংলাদেশ শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক সংকটেই নয়, বরং অস্তিত্বের চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতিতে বাংলাদেশি জাতীয়তাবাদকে রাষ্ট্র ও সমাজের কেন্দ্রীয় দর্শন হিসেবে প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’

সারাবাংলা/এফএন/এমপি

দুর্নীতি বিএনপি মঈন খান সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর