Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২০

নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। ছবি: সংগৃহীত

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

নুরের সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন এবং সেখানে ৪ থেকে ৬ সপ্তাহ অবস্থান করার কথা রয়েছে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, নুর দেশের চিকিৎসায় আস্থা রেখে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ডের সুপারিশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তিনি অভিযোগ করেন, নুরের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি, যা সরকারের ব্যর্থতার পরিচায়ক।

বিজ্ঞাপন

গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নুর। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলতে থাকে। স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফেরেন নুর। শারীরিক অবস্থার উন্নতির জন্য শেষ পর্যন্ত তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর