Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচিত হলে পোশাক শিল্প সংস্কার এগিয়ে নেবে জামায়াত: তাহের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৪

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঢাকা: নির্বাচিত হলে পোশাক শিল্পের সংস্কার কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, দলের অনেক সদস্য সরাসরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত থাকায় এ খাতে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, যা শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে কাজে লাগানো হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজিত এক উচ্চপর্যায়ের নৈশভোজে শ্রম আইন, শ্রমিক অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশের তিন প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

বিজ্ঞাপন

আলোচনায় তাহের সরকারের নেওয়া চলমান সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জামায়াত এ কার্যক্রমে সমর্থন জানায় এবং ভবিষ্যতেও সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলাদেশের শ্রম খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা করেন এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

এনআইডি সংশোধনে কঠোর হচ্ছে ইসি
১০ নভেম্বর ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর