ঢাকা: ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে কমিটিগুলো প্রকাশ করা হয়। ২২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছিল।
ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নে সভাপতি হয়েছেন মনির আহম্মদ ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী; দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্ব পেয়েছেন।
এছাড়া আনন্দপুর ইউনিয়নে সভাপতি হয়েছেন জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক; আমজাদহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন মোহাম্মদ গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার; আর জিএমহাট ইউনিয়নে সভাপতি হয়েছেন আবুল হাসেম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী।
নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকরা দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তারা অর্পিত দায়িত্ব সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের রমজানে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ছয়টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হলো।