ঢাকা: চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অনুপস্থিতিতে দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে সভাপতির রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দলের দফতর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদের আলোচনা সভার সিদ্ধান্ত এবং দলীয় গঠনতন্ত্রের ৩৬(১) ধারা অনুযায়ী এই দায়িত্ব প্রদান করা হয়েছে। নুরুল হক নুর বিদেশে চিকিৎসাধীন থাকাকালীন ফারুক হাসান সভাপতির দায়িত্ব পালন করবেন।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণ-অধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রায় ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা দীর্ঘায়িত হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলের নেতারা জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম সচল রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আশা করছেন, নুর সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন এবং দলের কার্যক্রম নতুন করে গতিশীল হবে।
গণ-অধিকার পরিষদের পক্ষ থেকে নুরের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।