Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৩

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে ডা. সাবরিনা।

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন বিতর্কিত চিকিৎসক সাবরিনা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ কয়েকজন জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর অপেক্ষায় ছিলেন। এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরামসহ কয়েকজন নেতাকর্মী তার পরিচয় জানতে চান।

ডা. সাবরিনা নিজেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দাবি করলেও ছাত্রদল নেতারা আপত্তি জানিয়ে তাকে স্থান ত্যাগের অনুরোধ করেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। উপস্থিত নেতাকর্মীরা ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার’ ও ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’—এমন স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ডা. সাবরিনা গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৫ আগস্টও জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, করোনার ভুয়া সনদ জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মাজারে যাওয়া বিএনপির জন্য কলঙ্কজনক।

উল্লেখ্য, ২০২২ সালে করোনা সনদ জালিয়াতি মামলায় ডা. সাবরিনা ও তার স্বামীসহ ছয়জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।

সারাবাংলা/এফএন/এমপি

ডা. সাবরিনা বিএনপি

বিজ্ঞাপন

‘আপাতে’ দিয়ে নতুন উচ্চতায় রোজে
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর