Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি কুচক্রী মহল দেশে পূর্বনির্ধারিত নির্বাচনের চেষ্টা করছে: জাপা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৬

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ফাইল ছবি

ঢাকা: একটি কুচক্রী মহল দেশে পূর্বনির্ধারিত ফলাফলের নির্বাচন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে সংবিধান, আরপিও এবং জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কাজ করতে হবে। লাঙ্গল প্রতীক জি এম কাদেরের। জি এম কাদেরের বাইরে অন্য কাউকে লাঙ্গল দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই।’

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘দেশে গণতন্ত্রের আকালের সূত্রপাত হতে যাচ্ছে। একটি বিশেষ মহল নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সরকার এ বিষয়ে নিরপেক্ষতা ও স্বচ্ছতা দেখাতে পারছে না। প্রশাসন ও পুলিশসহ সবক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নিয়ন্ত্রিত ও পূর্বনির্ধারিত ফলাফলের নির্বাচনের ষড়যন্ত্র বাস্তবায়নের কারণে সুষ্ঠু ভোটের সম্ভাবনা ক্রমেই দূর হয়ে যাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। অবিলম্বে সরকারের নিরপেক্ষ আচরণের মাধ্যমে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে দেশকে নিয়ে যেতে হবে। অন্যথায় দেশে দীর্ঘমেয়াদি দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং আস্তে আস্তে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।’

বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটি অযৌক্তিক ও অসাংবিধানিক। সংবিধান সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমে করতে হবে।

সারাবাংলা/ইউজে/এমপি

জাতীয় পার্টি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

বিজ্ঞাপন

৫ কেজি ওজনের এক পোয়া ৮০ হাজার টাকা
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর