ঢাকা: মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের অধ্যাপক ও হাদিস বিভাগের প্রখ্যাত পণ্ডিত ড. আহমদ ওমর হাশেম (রহ.) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে তার মৃত্যুর পর বুধবার (৮ অক্টোবর) এক শোকবাণীতে এ শোক প্রকাশ করেন জামায়াত আমির।
শোকবাণীতে তিনি বলেন, ‘মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের বরেণ্য অধ্যাপক, হাদিস বিভাগের প্রখ্যাত পণ্ডিত এবং আল-আজহার শরিফের সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য, প্রাক্তন উকিলুল আজহার ড. আহমদ ওমর হাশেম (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।’
তিনি বলেন, ‘ড. আহমদ ওমর হাশেম (রহ.) আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আরব ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ সময় শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এছাড়া তিনি ইসলামি গবেষণা পরিষদ (মাজমাউল বুহুসিল ইসলামিয়্যাহ), ইসলাম বিষয়ক উচ্চতর পরিষদ (আল-মজলিসুল আ’লা লিশ-শুউনিল ইসলামিয়্যাহ), এবং মিশরের দুটি সংসদীয় পরিষদ— মজলিসুশ-শা’ব ও মজলিসুশ-শূরার সদস্য ছিলেন।’
জামায়াত আমির আরও বলেন, ‘সুন্নাহ ও হাদিসশাস্ত্রে তার গভীর গবেষণা ও রচনাকর্ম ইসলামি জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করেছে। তিনি ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
তিনি মহান আল্লাহর নিকট দোয়া করেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন, তার কবর প্রশস্ত করুন, গুনাহসমূহ ক্ষমা করে নেকিতে পরিণত করুন এবং তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।’