ঢাকা: বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ‘আলোকচিত্রী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলমকে ইসরায়েলি বর্বর হানাদাররা ধরে নিয়ে গেছে। এটি আমাদের সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদার ওপর সরাসরি আঘাত। তাই সরকারের উচিত তার নিরাপত্তা ও মুক্তির জন্য সর্বোচ্চ ও জরুরি পদক্ষেপ নেওয়া।’
তিনি আরও বলেন, ‘শহিদুল আলম ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার প্রতীক হিসেবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহরে যোগ দিয়েছিলেন। গাজার নিপীড়িত মানুষের প্রতি তিনি আমাদের সম্মিলিত মানবতার বার্তা পৌঁছে দিতে গিয়েছিলেন। তার নিরাপত্তা ও মুক্তি এখন জাতীয় মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সরকার যা করণীয়, তা দ্রুত করতে হবে—জাতি আপনাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।’
প্রসঙ্গত, বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় শহিদুল আলম জানান, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি এই ভিডিওটি দেখেন, বুঝবেন আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে।’