Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’—এ মন্তব্য দলীয় সিদ্ধান্ত নয়: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ২০:২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: ‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর এই বক্তব্যের সঙ্গে দলের কোনো সিদ্ধান্তের সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এ কথা বলেন।

তিনি বরেন, ‘হেলালুজ্জামান তালুকদার লালু দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা না করেই নিজের মনগড়া মন্তব্য করেছেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করার আগে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও সমন্বয় অপরিহার্য। জনমনে যেন কোনো বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

এর আগে বুধবার দুপুরে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ সাক্ষাৎকারে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

সারাবাংলা/এফএন/এমপি

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী খালেদা জিয়া বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর