ঢাকা: সংস্কার, বিচার, পিআর এবং শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের দাবিতে আগামী শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করেছে ইসলামী শ্রমিক আন্দোলন।
সমাবেশটি দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেন। সাংবাদিকদের ওই কর্মসূচি কাভার করার আমন্ত্রণও জানান তিনি।
শেখ মারুফ বলেন, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাইসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে, তবে সকাল থেকেই অনানুষ্ঠানিক কার্যক্রম চলবে।