Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর পর আমাদের কাজ শেষ হবে: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৬:৪০

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ঢাকা: বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর পরই আমাদের কাজ শেষ হবে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহিদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে যে ষড়যন্ত্র লক্ষ্য করছি, সেই নির্বাচন যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে, যতক্ষণ পর্যন্ত না বিএনপিকে শাসকদের দল হিসেবে দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

১৯৯০ সালের গণঅভ্যুত্থান ও শহিদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ স্মরণ করে দুদু বলেন, ‘যে ছাত্রনেতারা জীবন ও রক্ত দিয়ে এরশাদের স্বৈরাচার ভেঙেছিলেন, তাদের ত্যাগের বিনিময়েই গণতন্ত্র ফিরে এসেছে। সেই গণতন্ত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে টিকে আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। যার ওপর দানবী আক্রমণ চালিয়েছিল শেখ হাসিনা, মৃত্যুর ঘণ্টা বাজাতে চেয়েছিল আওয়ামী লীগ। সেই নেত্রী সেদিন দৃঢ় কণ্ঠে এরশাদকে বলেছিলেন— ‘তোমার বিদায়ের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না।’’

দুদু আরও বলেন, ‘বর্তমান সরকারের শীর্ষ নেত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র ও আক্রমণ চালাতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ থেকে তাদের লক্ষ্য অর্জনের পথে অটল থেকে তা প্রতিহত করেছে। সামনে যে ষড়যন্ত্র আসছে, সেটিও মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সারাবাংলা/এফএন/এমপি

বিএনপি শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর