Friday 10 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৭:৫৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শামসুজ্জামান দুদু।

ঢাকা: আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ভয়ংকর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘দেশবিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের এক প্রভাবশালী গোষ্ঠী এখন ষড়যন্ত্রে লিপ্ত, যেখানে শেখ হাসিনা স্বৈরাচারী আশ্রয় নিচ্ছেন। বাংলাদেশ যে পথে এগোনোর কথা ছিল, সেই পথে যাচ্ছে না। সরকার বলেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে— আমরা বিশ্বাস করতে চাই এটি হোক। অন্যথায় দেশবিরোধী ষড়যন্ত্র ভয়ংকর আকার ধারণ করবে।’

বিজ্ঞাপন

ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘ভারত কখনোই বাংলাদেশের গণতন্ত্র বা স্বাধীনতার পক্ষে ছিল না। নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা সবসময় বাংলাদেশকে ব্যবহার করেছে। এখন তারা বিশ্বজুড়ে প্রচার চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে— যা সম্পূর্ণ মিথ্যা।’

দুদু আরও বলেন, ‘শুধু বক্তব্য নয়, এখন সময় এসেছে কার্যকর পদক্ষেপ নেওয়ার। ছাত্র, তরুণ, শ্রমিক, পেশাজীবীসহ সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি, জামায়াতসহ সব দল নিজেদের কথা বলবে, কিন্তু একটি বিষয়ে ঐক্য থাকা জরুরি— তা হলো জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।’

সাবেক ছাত্রদল সভাপতি দুদু বলেন, ‘বর্তমান সরকারের নিজের কোনো রাজনৈতিক ভিত্তি নেই। তাদের ভরসা কিছু দল, যারা নিজেদের স্বার্থে তাদের সমর্থন দিচ্ছে। আমাদের কাজ হচ্ছে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখা।’

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি মাইনুল ইসলাম তালুকদার (বাদল)। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. সুলাইমান।

সারাবাংলা/এফএন/এমপি

নির্বাচন শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর