Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন: ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ শুরু

চবি করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৭:২৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৮:২৪

চাকসু ভবন।

চট্টগ্রাম ব্যুরো : চাকসু নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলের সময় পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কাউকে সন্দেহজনক মনে করলে তল্লাশি করতে পারবে।

বিজ্ঞাপন

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মাচারীকে সার্বক্ষণিকভাবে নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড অথবা ব্যাংক রশিদ) সঙ্গে রাখতে হবে। নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলের সময় পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী সারবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধ পরিকর। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগামী ১৫ অক্টোর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআর/এমপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহিরাগত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর