Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানালেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১১:৩২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৪:৫০

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: গুম ও খুনের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের প্রক্রিয়া শুরু হওয়ায় সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘গুম ও খুনের সঙ্গে জড়িত সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জনগণ গর্বিত থাকতে চান।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে কিছু সদস্য আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হন। তবে কয়েকজনের অপরাধের দায় গোটা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে পারে না।’

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘সেনাবাহিনীর পক্ষ থেকে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার আশ্বাস ইতোমধ্যে দেওয়া হয়েছে। আমরা আশা করি, কারও ওপর অবিচার হবে না এবং দোষীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন। এতে অতীতের দায় ঘুচে যাবে এবং ভবিষ্যতে কেউ পেশাগত অবস্থান ব্যবহার করে জনগণের ক্ষতি করতে সাহস পাবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর