ঢাকা: বাড়িভাড়া ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে শহিদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ সময়ে কর্মসূচি স্থগিতের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আন্দোলনের তৃতীয় দিনের মতো অবস্থানরত শিক্ষকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, দুপুরে হাসনাত আব্দুল্লাহ তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। ফোনে তিনি জানান, শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। বৈঠকের সিদ্ধান্ত না আসা পর্যন্ত লং মার্চ কর্মসূচি স্থগিত রাখার অনুরোধ জানান তিনি।
অধ্যক্ষ আজিজী কর্মসূচিস্থলে মাইক হাতে সমাবেশে ঘোষণা দেন, ‘এনসিপির নেতা, আমাদের পাশে থাকা হাসনাত আব্দুল্লাহ ভাই জানিয়েছেন— সরকারি পর্যায়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে। তাই আপাতত লং মার্চ না করে বৈঠকের ফলাফলের অপেক্ষা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখব মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে। যদি আমাদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেটি শিক্ষক সমাজকে জানানো হবে। আর কোনো অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের একটি অংশ বেশ কিছুদিন ধরে বেতনভাতা বৃদ্ধি ও শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর শহিদ মিনারে অবস্থান করছেন। গত সপ্তাহে তারা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন।
তবে সরকারপক্ষের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষিতে লং মার্চ আপাতত স্থগিত থাকলেও শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।