Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:০৮

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। দলটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে আসছেন, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বহীনতা ও অবহেলার পরিচয় দিয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এনসিপি উল্লেখ করেছে, সরকারের দেরি ও প্রশাসনিক অনীহার কারণে শিক্ষকরা বারবার ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন, যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে নাগরিকেরা নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি পেশ করবেন— এটাই স্বাভাবিক। কিন্তু সরকার শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে কালক্ষেপণ করেছে, আর যখন তারা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন, তখন পুলিশি হামলা চালানো হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।’

বিজ্ঞাপন

এনসিপি আরও জানিয়েছে, তারা শুরু থেকেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় ১২ অক্টোবর দলের মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় শহিদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করে সমর্থন জানিয়েছেন।

দলটির বিবৃতিতে বলা হয়েছে, ‘শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এনসিপি শিক্ষকদের পাশে থাকবে এবং আন্দোলনে অংশ নেবে।’

এনসিপি মনে করে, স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও শিক্ষকদের মর্যাদা হ্রাসের প্রক্রিয়া চলেছে। এটি বন্ধ করতে হলে পুরোনো কাঠামো ভেঙে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেবে। কিন্তু সেই উদ্যোগের কোনো প্রতিফলন দেখা যায়নি।’

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহারে শিক্ষাকে নতুনভাবে সাজানোর এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও সম্মানজনক বেতন কাঠামো গঠনের অঙ্গীকার করেছেন।

এনসিপি ঘোষণা করেছে, আগামীর বাংলাদেশে শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তারা নিরলসভাবে কাজ করে যাবে।

বিজ্ঞাপন

বিদ্যুতায়িত হয়ে তরুণীর মৃত্যু
১৪ অক্টোবর ২০২৫ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর