Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি ও রাজনীতি নির্ভর করছে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:২৯

ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্র উত্তরণের সুযোগ পেয়েছি। এখন আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি এবং মুক্তভাবে কথা বলতে পারি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত স্বৈরাচারী আমলে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন। প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে এবং তিনজন এমপিসহ ১৭০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। যাদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মীরা এখন অন্তত রাতে ঘুমোতে পারছেন। ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছর কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে, যার কারণে তিনি এখনো দেশে ফিরতে পারছেন না।

গণতন্ত্র নিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের কোন বিকল্প নেই। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের রাষ্ট্র গঠন করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে অনেক মতামত থাকবে। সমস্ত মতামত এক হয়ে একটি স্থানে এসে তবেই গণতন্ত্র বিকশিত হবে।’

সংবাদ কর্মীদের নিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র রাষ্ট্রের একটি বড় খুঁটি হচ্ছে দেশের সংবাদ কর্মীরা। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা মুক্তভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছি। এখন সময় এসেছে দেশের গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করার। তবে নিরপেক্ষভাবে এবং প্রকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন।’

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর