চট্টগ্রাম ব্যুরো: ভোটগ্রহণে অমোচনীয় কালি ব্যবহার না করা, প্রিসাইডিং অফিসারের সই ছাড়া বুথে ব্যালট বাক্স ঢোকানোর অভিযোগ করে ভোট কারচুপির আশঙ্কা করছেন দ্রোহ পর্ষদে জিএস প্রার্থী ছাত্র ইউনিয়নের ইফাজ উদ্দিন আহমেদ।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনের কাছে এ অভিযোগ করা হয়েছে।
দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঋজু লক্ষ্মী অবরোধ ও জিএস প্রার্থী ছাত্র ইউনিয়নের ইফাজ উদ্দিন আহমেদসহ প্যানেলের সব প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের কাছে গিয়ে মোট তিনটি অভিযোগ করেন।
জানতে চাইলে ইফাজ উদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আমরা শুরু থেকেই ভোটগ্রহণের ক্ষেত্রে অমোচনীয় কালি ব্যবহারের দাবি করেছিলাম। কিন্তু দেখা গেছে, নির্বাচন কমিশন যে কালির ব্যবহার করছে, সেগুলো ভোট দিয়ে বুথের বাইরে আসামাত্রই মুছে যাচ্ছে। এর মধ্য দিয়ে ভোট কারচুপির ব্যবস্থা করা হয়েছে বলে আমরা আশঙ্কা করছি।’
‘দ্বিতীয় অভিযোগ হচ্ছে, আমরা জানতে পেরেছি আইসিটি ভবন কেন্দ্রে ২০টি ব্যালট বাক্স ভোটগ্রহণ শুরুর আগে প্রিসাইডিং অফিসারের সই ছাড়া ঢোকানো হয়েছে। এটা সম্পূর্ণভাবে কারচুপির উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা মনে করছি। এছাড়া ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনো পরিবহনের ব্যবস্থা করেনি প্রশাসন। এতে তীব্র গরম ও রোদের মধ্যে শিক্ষার্থীদের হেঁটে, হেঁটে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হচ্ছে।’
ইফাজ জানান, এসব অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রথমে মৌখিকভাবে করেছেন। এরপর লিখিতভাবেও একই অভিযোগ দেওয়া হচ্ছে।