Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন
কারচুপির অভিযোগ ‘দ্রোহ পর্ষদ’-এর, ভোট গণনা স্থগিতের দাবি

চবি করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:২৭

ভোট গণনা স্থগিতের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্মিলিত প্যানেল ‘দ্রোহ পর্ষদ’। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট গণনা স্থগিতের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্মিলিত প্যানেল ‘দ্রোহ পর্ষদ’।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় চাকসু ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা।

সংবাদ সম্মেলনে দ্রোহ পর্ষদের জিএস প্রার্থী ও ছাত্র ইউনিয়নের নেতা ইফাজ উদ্দিন আহমদ বলেন, “আমরা একটি সুষ্ঠু চাকসু নির্বাচন প্রত্যাশা করেছিলাম। কিন্তু নির্বাচনে নানা অসঙ্গতি হয়েছে। ভোট শুরুর সময় অমোচনীয় কালি উঠে গেছে। আইটি অনুষদে প্রিজাইডিং অফিসারের সই ছাড়া ২০টি ব্যালট বাক্স ঢোকানো হয়েছে। আবার প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন ব্যালট পেপারে ভোট গ্রহণ হয়েছে। অন্যদিকে বিবিএ অনুষদে ছাত্রী সংস্থার কর্মীরাও অনিয়ম করেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পুরো ভোটগ্রহণ জুড়ে এক প্যানেলের প্রার্থী ও সমর্থকরা কারচুপি করেছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। এসব অনিয়মের সমাধান না হওয়া পর্যন্ত ভোট গণনা স্থগিত রাখতে হবে।’

সংবাদ সম্মেলনে দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর