Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার পথে ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১২:১২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৪:৫৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জুলাই জাতীয় সনদ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঠাকুরগাঁওয়ে পূর্বনির্ধারিত দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করেছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ফখরুল ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ার নিজ পৈত্রিক বাড়ি থেকে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন। এর আগে তার দুটি কর্মসূচি ছিল—একটি আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় এবং অন্যটি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সঙ্গে।

আজ রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর