Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতসহ ইসলামী দলগুলো জুলাই সনদে সই করবে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১২:২৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৪:৫৮

ইসলামিক দল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই জাতীয় সনদে’ সই করতে যাচ্ছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া রাতে ইসলামী আন্দোলনসহ অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সাতটি দলের বৈঠকেও সনদে সইয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

তবে জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর বাস্তবায়ন নিয়ে জামায়াত, ইসলামী আন্দোলনসহ সাতটি দলের মধ্যে অস্বস্তি রয়ে গেছে। বৃহস্পতিবার রাতে জামায়াতের নেতারা সনদে সই সংক্রান্ত বিভিন্ন অনিষ্পন্ন বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা সনদে সই অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে উপস্থিত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।”

জামায়াত সূত্র জানিয়েছে, গতকালের নির্বাহী পরিষদের বৈঠকে জুলাই সনদ, সনদে সই এবং গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলের নীতিনির্ধারণী নেতারা মনে করেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে পুরো নির্বাচন এলোমেলো হয়ে যাবে। তাই গণভোট আলাদা হওয়াটা যুক্তিসংগত মনে করছেন।

এদিকে রাতে জামায়াতে ইসলামীসহ সাতটি দল জুলাই সনদ সই অনুষ্ঠান সামনে রেখে বৈঠক করেছে। বৈঠকে দলগুলোর নেতারা সনদে সই অনুষ্ঠানে যাওয়া এবং সনদে সই করার সিদ্ধান্ত নেন। তবে দলগুলো সনদে সইয়ের সিদ্ধান্ত নিলেও অভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত রেখেছে।

শুক্রবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন সারাবাংলাকে বলেন, আমাদের দলের আমির সাহেব (মাওলানা মামুনুল হক) অনুষ্ঠানেও যাবেন না। তবে আমার নেতৃত্বে আমরা ১২ জন সনদে সই করতে উপস্থিত থাকব। দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে আমরা জুলাই সনদে সই করব।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারি সেক্রেটারি মাওলানা আবদুল হালিম জানান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সদস্যসহ শতাধিক কেন্দ্রীয় নেতা সনদে সই অনুষ্ঠানে যোগ দেবেন। তবে জামায়াতে ইসলামীর আমির সাহেব অনুষ্ঠানে যাবেন কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর