ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই সনদে’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সই না করাকে তিনি দুর্ভাগ্যজনক মনে করেন।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘জুলাই সনদ আমরা বেশিরভাগ রাজনৈতিক দল সই করেছি। এটি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এবং রাজনীতিকে আরও স্বচ্ছ করতে সহায়ক হবে। কিন্তু এনসিপি এখনও এতে সই করেনি, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমার ধারণা, তারা বিষয়টি বুঝবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং শেষ পর্যন্ত সই করবেন।’
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এটা মোটেও ভালো নয়। শ্রমিকদের মৌলিক দাবি ও অধিকার রক্ষাই হওয়া উচিত ট্রেড ইউনিয়নের মূল কাজ।’
ফখরুল আরও বলেন, ‘আজকের ট্রেড ইউনিয়নগুলো আর আগের মতো সংগ্রামী নয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং উৎপাদন প্রক্রিয়ার গুণগত রূপান্তরের কারণে শ্রমিকদের গুরুত্ব ক্রমেই কমে যাচ্ছে। এই বাস্তবতায় শ্রমিক আন্দোলন তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে।’
তিনি শ্রমিক আন্দোলনের ইতিহাস ও বর্তমান অবস্থা বিশ্লেষণ করে বলেন, ‘একসময় শ্রমিক ঐক্য ছিল সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি, কিন্তু এখন তা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। নতুন অর্থনৈতিক কাঠামোর সঙ্গে তাল মেলাতে না পারলে শ্রমিক সংগঠনগুলো আরও দুর্বল হয়ে পড়বে।’
পুলিশ ও ছাত্রদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঘটনা কোনোভাবেই ভালো বার্তা দেয় না। আওয়ামী লীগ গত ১৫ বছরে যে জঞ্জাল তৈরি করেছে, তা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।’
গণতন্ত্র টিকিয়ে রাখতে সংসদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘সব কাজ সংসদকে কেন্দ্র করে করতে হবে, না হলে গণতন্ত্র কার্যকর হবে না।’
আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনই নির্ধারণ করবে আমরা আসলেই উদারপন্থি গণতন্ত্রের পথে যেতে পারব কি না। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা— এটা আমাদের ভুলে গেলে চলবে না।’
ফখরুল সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষরের মতোই আমরা সবাই মিলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাই।’
সম্মেলনে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।