Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে লেবার পার্টির সংহতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৭:১০

ঢাকা: শিক্ষা ব্যবস্থার সংস্কার ইনসাফ ও মর্যাদা ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, শিক্ষক সমাজ জাতির বিবেক এবং তাদের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো উন্নয়ন বা রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।

শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি চলমান শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেন।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বছরের পর বছর অনিশ্চয়তা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন, যা ন্যায়সংগত নয়। অবিলম্বে এর সমাধান করতে হবে। শিক্ষকদের যুক্তিসঙ্গত আর্থিক নিরাপত্তা, চাকরির স্থায়িত্ব এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের ন্যায়বোধের প্রকাশ।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর