ঢাকা: দেশের শিক্ষিত তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী করতে বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর জোর দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে কোনো পরিকল্পনাই সফল হবে না।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)’ আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন।
সেমিনারের শিরোনাম ছিল— ‘সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রো টিভ্যাট: প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস’ (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরআই সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যার ৫২ শতাংশই তরুণ— যা এক বিরল সুযোগ। এ বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। বিএনপি এক কোটি তরুণকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তুলতে একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব সমাজকে কর্মমুখী করার যে উদ্যোগ নিয়েছিলেন, বিএনপির এই পরিকল্পনা সেই ধারাবাহিকতারই অংশ।’
শিক্ষাব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সার্টিফিকেট নয়, বাস্তব দক্ষতাসম্পন্ন কর্মীবাহিনী গঠনই দেশের প্রকৃত উন্নয়নের পথ খুলে দেবে। এজন্য যুগোপযোগী শিক্ষা সংস্কার ও কারিগরি শিক্ষার প্রসার অপরিহার্য।’
সেমিনারে শিক্ষা বিশ্লেষক, গবেষক, নীতিনির্ধারক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।