Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী, জানালেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৩৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন— এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি স্পষ্ট করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর পদ নিয়ে কোনো বিভ্রান্তি বা দ্বন্দ্ব নেই। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ ও কাজ করার উপযোগী থাকেন, তিনি হবেন প্রধানমন্ত্রী। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে আমাদের দলে কোনো মতভেদ নেই।’

বিজ্ঞাপন

তারেক রহমান কবে দেশে ফিরবেন— এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘নিরাপত্তা ঝুঁকি নেই বলেই মনে করি। তবে তার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দলের দাবি। পাশাপাশি তার আবাসন, অফিস ও যানবাহনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সবকিছু প্রায় প্রস্তুত, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।’

বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। তিনি আমাদের চেয়ারপারসন এবং লিজেন্ডারি লিডার। যদি তিনি প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে সেটা বিএনপির জন্য বড় ইতিবাচক বিষয় হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর