ঢাকা: রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডেমরা দক্ষিণ থানার গ্রীন সিটি ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় বাড়িওয়ালাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামাল হোসেন বলেন, ‘জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের নেতারা মৃত্যুর মুখেও পিছিয়ে যায়নি। যারা আধিপত্যবাদের কাছে মাথানত করেছে, তাদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি— বরং তারা বিলাসী জীবনযাপন করছে। অথচ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অফিসগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও জামায়াত জনগণের সঙ্গেই আছে এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
সভায় সভাপতিত্ব করেন ডেমরা দক্ষিণ থানা আমীর ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মির্জা হেলাল। উপস্থিত ছিলেন মজলিসে শুরা সদস্য ও থানা নায়েবে আমীর মাওলানা আবু তালেব মিয়া, থানা কর্মপরিষদ সদস্য ও গ্রিন সিটি ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় বাড়িওয়ালা, এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।