Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৩:৪৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৪:৫২

আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক।

ঢাকা: সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

বিজ্ঞাপন

আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো–প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।

এ সময় উপস্থিত আছেন আইআরআই-এর কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, আইআরআই প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং সাইদা মুশরেফা জাহান।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অংশগ্রহণমূলক রাজনীতি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর