Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের দাবি মানায় জামায়াত আমিরের ধন্যবাদ জ্ঞাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৮:৫৬

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি মন্তব্য করেছেন, এই সিদ্ধান্ত আগে নিলে শিক্ষক ও শিক্ষার্থীদের ভোগান্তি এড়ানো যেত।

মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরকারের সিদ্ধান্তকে ধন্যবাদ জানান।

তিনি লেখেন, ‘বাড়ি ভাড়া ভাতাসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে। তবে এই সময়ে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট ও ছাত্র-ছাত্রীদের ক্ষতি—উভয়ই এড়ানো সম্ভব হতো। সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।’

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

ডেঙ্গুতে ২৯৪ দিনে মৃত্যু ২৫৩
২১ অক্টোবর ২০২৫ ১৮:৩৭

আরো

সম্পর্কিত খবর