ঢাকা: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ সারাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত ‘লগি-বৈঠার তাণ্ডব’ বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা ছিল আওয়ামী ফ্যাসিবাদের প্রকৃত চেহারা উন্মোচনের দিন। ৪ দলীয় জোট সরকারের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সেই সহিংসতা ঘটায়।’
তিনি আরও বলেন, ‘পল্টনের হত্যাযজ্ঞ ও লগি-বৈঠার তাণ্ডব রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং মানবতাবিরোধী অপরাধ। আন্তর্জাতিক মানদণ্ডে এর বিচার হওয়া উচিত।’
ডা. ইরান নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ‘এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের নেতৃত্বকে ইতিহাসের আদালতে একদিন অবশ্যই দিতে হবে।’