Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কর্মীদের সহিংসতা থেকে বিরত থাকার আহবান জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৭:১৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৮:২৯

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, যাতে তাদের কর্মীরা সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।

বুধবার (২৯ অক্টোবর) নিজ ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আপনাদের কর্মীদের অরাজনৈতিক ও সহিংস কর্মকাণ্ড থেকে বিরত রাখুন। অন্যথায় সাধারণ জনগণ যদি এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।’

তিনি আরও উল্লেখ করেছেন, নির্বাচনী সমাবেশ, আলোচনা সভা, কুরআনের তালিম বা যেকোনো সভা-সমাবেশ আয়োজন ও তাতে অংশগ্রহণ করা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।

জামায়াতের নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈধ ও নিবন্ধিত রাজনৈতিক দল। নারী কর্মীদের ওপর হামলার ঘটনাগুলো আওয়ামী ফ্যাসিবাদের যুগের দমন-নিপীড়নের স্মৃতি স্মরণ করিয়ে দেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর