Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে গণভোট চায় জামায়াতসহ ৮ দল, সিইসিকে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৪:২৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৫:২১

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সারাবাংলা

ঢাকা: নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দেয় তারা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, ‘আজ সিইসির সঙ্গে দেখা হয়েছে। আলোচিত বিষয় জুলাই জাতীয় সনদ— যেখানে ২৫টি দল সই করেছে। আমরা বলেছি, নভেম্বরে গণভোট শেষ করতে হবে। সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে।’

তিনি জানান, আট দলের দাবিগুলো কমিশন নোট নিয়েছে। “জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি দেখে ৩ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

জামায়াত নেতা আরও বলেন, ‘জুলাইয়ের চেতনার পরিপন্থী যারা কাজ করবে, তারা ইনশা আল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে। গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

আট দল আলাদা আলাদা স্মারকলিপিতে নভেম্বরে গণভোট, সরকার ঘোষিত আরপিও বহাল রাখা এবং সবার জন্য সমান নির্বাচনী পরিবেশের দাবি জানায়।

একই দিনে বিএনপি মহাসচিব সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তাব দেন। এ প্রসঙ্গে হালিম বলেন, ‘বিএনপি তাদের দাবি করতে পারে, কিন্তু আমরা নভেম্বরে ভোট চাই।’

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

ইলিনয়ের ভলভো দ্বীপের রহস্য
৩০ অক্টোবর ২০২৫ ১৫:২৩

আরো

সম্পর্কিত খবর