Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবার পার্টির ৭৫ প্রার্থীর তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৪:২৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:০৫

পুরানা পল্টনের হোটেল গ্র্যান্ড তাজে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টি।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পুরানা পল্টনের হোটেল গ্র্যান্ড তাজে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রথম পর্বের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ, বৈষম্য ও প্রতিহিংসামুক্ত ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ধর্ম, কর্ম ও সাম্যের আদর্শ ধারণ করে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এটি প্রাথমিক তালিকা। যাচাই–বাছাই শেষে নির্বাচনী তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে দলটি কোনো জোট বা আসন সমঝোতায় যায়নি; প্রয়োজনে জাতীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।

ডা. ইরানের নেতৃত্বে ঘোষিত ৭৫ প্রার্থীর মধ্যে রয়েছেন—
**ডা. মোস্তাফিজুর রহমান ইরান (ঝালকাঠি-১ ও পিরোজপুর-২), মো. জাহিদুল ইসলাম (পিরোজপুর-১), সৈয়দ মো. মিলন (ঝালকাঠি-২), মো. লিটন খান রাজু (বরগুনা-১), মুজিবুর রহমান বাদশা (বরগুনা-২), মো. আশরাফ হোসেন (ভোলা-১), মো. মনির হোসেন (ভোলা-২), হেলাল উদ্দিন চৌধুরী (ভোলা-৩), এস এম সোহেল মাহমুদ (বরিশাল-৫), মো. রেজাউর রহমান নাসির তালুকদার (বরিশাল-৬) সহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, জোহরা খাতুন জুঁই, মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তারিকুল ইসলাম সাদি, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকারসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর