Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো বিএনপির মনোনয়নে ৮১ নতুন মুখ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১১:২১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১২:২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

এবারের তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি ৮১ জন নতুন মুখ সুযোগ পেয়েছেন— যারা আগে কখনও জাতীয় নির্বাচনে অংশ নেননি। নতুনদের মধ্যে আছেন সাবেক ছাত্রনেতা, চিকিৎসক, আইনজীবী, নারী নেতা, প্রবাসী এবং প্রয়াত বিএনপি নেতাদের সন্তান-সন্ততিও।

উত্তরাঞ্চলে নতুন নেতৃত্বের উত্থান

দিনাজপুর-১ এ বিএনপি পরিবারের সদস্য মনজুরুল ইসলাম, আর দিনাজপুর-৬ এ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ড্যাব নেতা ডা. এ জেড এম জাহিদ প্রার্থী হয়েছেন। নীলফামারী-২ এ আছেন এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল, আর নীলফামারী-৪ এ আব্দুল গফুর সরকার। রংপুরে গঙ্গাচড়ার মোকাররম হোসেন সুজন ও মহানগর আহ্বায়ক মো. সামসুজ্জামান সামুও মনোনয়ন পেয়েছেন। কুড়িগ্রাম-২ এ সোহেল হোসেন কায়কোবাদ এবং গাইবান্ধা-১ এ চিকিৎসক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞাপন

রাজশাহী বিভাগে অভিজ্ঞতা ও নবীন সমন্বয়

রাজশাহী-১ এ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন, রাজশাহী-৪ এ ডিএম জিয়াউর রহমান প্রার্থী হয়েছেন। নাটোর-১ এ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল মনোনয়ন পেয়েছেন। নওগাঁ, জয়পুরহাট ও বগুড়ার আসনগুলোতে রয়েছেন ফজলে হুদা বাবুল, ইকরামুল বারী টিপু, মাসুদ রানা প্রধান ও আব্দুল মুহিত তালুকদার। বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

দক্ষিণাঞ্চলে পারিবারিক ধারাবাহিকতা

যশোর-২ এ প্রয়াত নেতা নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানা মুন্নী, আর যশোর-৬ এ সাবেক ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রার্থী হয়েছেন। ফরিদপুর-৩ এ সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফ, গোপালগঞ্জ-২ এ ডা. কে এম বাবর আলী এবং মাদারীপুর-১ এ কামাল জামান মোল্লা মনোনয়ন পেয়েছেন। খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও ভোলায় স্থানীয় সংগঠনের অভিজ্ঞ নেতারাই প্রার্থী হয়েছেন।

ঢাকায় তরুণ প্রজন্মের প্রাধান্য

ঢাকা-৪ এ দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬ এ প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন, ঢাকা-১৪ এ সমাজকর্মী ও “মায়ের ডাক” সংগঠনের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ঢাকার অন্যান্য আসনে আছেন শফিকুল ইসলাম খান মিল্টন, আমিনুল হক ও এম এ কাইয়ুমসহ আরও কয়েকজন পরিচিত নেতা।

সিলেটে প্রবাসী নেতাদের অংশগ্রহণ

সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি আসনে যুক্তরাজ্য বিএনপির নেতারা প্রার্থী হয়েছেন। সুনামগঞ্জ-৩ এ কয়সর আহমেদ (যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক), সিলেট-৩ এ মোহাম্মদ আবদুল মালিক (যুক্তরাজ্য বিএনপির সভাপতি) মনোনয়ন পেয়েছেন। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আসনগুলোতেও স্থানীয় নেতারা মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রামে রাজনৈতিক পরিবারের আধিপত্য

চট্টগ্রাম অঞ্চলে বিএনপি মনোনয়ন দিয়েছে বেশ কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্যকে। চট্টগ্রাম-৫ এ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে), চট্টগ্রাম-৭ এ হুম্মাম কাদের চৌধুরী (প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে), আর চট্টগ্রাম-১৬ এ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে) প্রার্থী হয়েছেন। রাঙামাটিতে মনোনয়ন পেয়েছেন দীপেন দেওয়ান।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর