Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ইশরাকের

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৫:১১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৬:৩০

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি বিগত সরকারের দমনপীড়নের কথা স্মরণ করিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমাকে মনোনয়ন দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।’

বিজ্ঞাপন

ইশরাক হোসেন আরও বলেন, ‘৩টি পাতানো নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে। মনোনয়ন আসবে যাবে, তবে জাতীয়তাবাদীর আদর্শে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যেতে হবে।’

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর