Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা আমার বাবাকে দেশে মৃত্যুবরণ করতে দেয়নি: ইশরাক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৬:৪০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৭:৪৩

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও প্রয়াত নেতার সন্তান ইশরাক হোসেন।

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদেক হোসেন খোকাকে দেশে মৃত্যুবরণ করতে দেননি বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও প্রয়াত নেতার সন্তান ইশরাক হোসেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মন্ত্রী সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

ইশরাক বলেন, ‘আমার বাবার মৃত্যুর আগ মুহূর্তে আমরা তার পাসপোর্টের আবেদন করি। তিনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা তাকে দেশে আসতে দেয়নি, দেশে মৃত্যুবরণ করতে দেয়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার-পরিজন, বন্ধু, পাড়া-প্রতিবেশী কারও সঙ্গে শেষ দেখা করতে দেওয়া হয়নি। আজ আল্লাহর বিচার দেখুন, ওই হাসিনা এখন দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। তার এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কি না, সেটির নিশ্চয়তা কেউ দিতে পারছে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজ বাংলাদেশ এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। তিনটি পাতানো নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৬ সালে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আমাকে ঢাকা-৬ আসন থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।’

দলের নেতারা তার পিতা সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন বলে জানান ইশরাক। তিনি বলেন, ‘আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সবাইকে অনুরোধ করব, দল যাকেই মনোনয়ন দিক, আমরা ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর