ঢাকা: আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের বিষয়টি ইসি মিটিংয়ে তোলা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে রাশেদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা সিইসিকে অনুরোধ করেছি— একটি নিবন্ধনবিহীন দল ইসি ভবনের সামনে আন্দোলন করছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সামনে হওয়ায় দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সিইসি জানিয়েছেন, তিনি বিষয়টি কমিশনের পরবর্তী বৈঠকে তুলবেন এবং আলোচনা করবেন।’
রাশেদ খান আরও বলেন, ‘আমরা সিইসিকে অনুরোধ করেছি আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের ভোটের বাইরে রাখতে। কারণ এ দলগুলো নির্বাচনে অংশ নিলে সংঘাত, মারামারি ও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার আশঙ্কা থাকবে। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে।’