Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরানা পল্টন মোড়ে জনসমুদ্র, তীব্র যানজট

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১১:৫৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৩

পুরানা পল্টন মোড়ে বিভিন্ন দিক থেকে মিছিল আসতে শুরু করে।

ঢাকা: গণভোট ও জুলাই সনদের আদেশ জারির দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রাজধানীতে সমবেত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি ইসলামী দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার পর থেকেই পুরানা পল্টন মোড়ে বিভিন্ন দিক থেকে মিছিল আসতে শুরু করে। বেলা ১১টার পর মোড়টি রূপ নেয় জনসমুদ্রে। এতে চারদিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মতিঝিল শাপলা চত্বর, গুলিস্তান জিরোপয়েন্ট, প্রেস ক্লাব ও কাকরাইল নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজট।

পুরানা পল্টন মোড়ে কয়েক হাজার নেতাকর্মী ‘গণভোট, গণভোট’ স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। বেলা সাড়ে ১১টার দিকে শাপলা চত্বর দিক থেকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি বিশাল মিছিল এসে সেখানে যোগ দেয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের সিনিয়র নেতারা।

বিজ্ঞাপন

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতাদের নেতৃত্বে শত শত কর্মী পুরানা পল্টনে জড়ো হন। পরে সড়কের আইল্যান্ডে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত আন্দোলনের ইউসূফ সাদেক, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে অংশ নেয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গণমিছিল যমুনা অভিমুখে রওনা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর