ঢাকা: দলের নিবন্ধনের দাবীতে টানা তিন দিন ধরে আমরণ অনশনে বসেছেন আম জনতার সদস্য সচিব তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে থেকে তিনি জানান, অনশন চলবে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে তিনি ৪০ ঘণ্টার বেশি সময় ধরে এই কর্মসূচি পালন করছেন।
এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আম জনতার দলকে নিবন্ধন দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের দলের সব জায়গায় কার্যক্রম রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ও আছে। তবু তদন্তে বলা হচ্ছে কার্যক্রম খুঁজে পাওয়া যায়নি। কমিশন কোনো চাপের কারণে কি না নিবন্ধন দিচ্ছে না, তা জানায়নি। এখন কোর্টে যেতে বলছে, কিন্তু নির্বাচনের সময় তো ঘনিয়ে এসেছে।’
এদিকে, দ্বিতীয় দিনের অনশনে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্যালাইন নিতে হয়েছে।
তারেক রহমান আরও জানান, দলকে নিবন্ধন না দেওয়া পর্যন্ত তার এ কার্যক্রম চলবেই।