Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্যবিরোধী রাজনীতির সূচনা ৭ নভেম্বরের বিপ্লবে: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৭:৩১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড় ঘোরানো ঐতিহাসিক ঘটনা নয়, বরং বাংলাদেশের আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এতে গণতন্ত্রের মুক্তির পথ প্রশস্ত হয়েছে। এখন সময়ের দাবি হলো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের প্রতিফলন। একদলীয় বাকশাল শাসনের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেদিন সিপাহী-জনতা রাজপথে নেমে এসে সেই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হয়।’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক ও জাতির নেতৃস্থানীয় ব্যক্তিত্ব জিয়াউর রহমান মুক্তি পান। এরপর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও রাজনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে আসে।’

তিনি আরও বলেন, ‘আজকের প্রেক্ষাপটে ৭ নভেম্বরের চেতনা নতুন করে ধারণ করা জরুরি। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এ চেতনা আমাদের পথ দেখাক।’

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ
৬ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

আরো

সম্পর্কিত খবর