Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি না মানলে ১১ নভেম্বর ৮ দলের কঠোর কর্মসূচির ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১৯:৩৭

রাজধানীর জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত বৈঠক।

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ পাঁচ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে ১১ নভেম্বর ঢাকায় আয়োজিত সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আট দলীয় লিয়াঁজো কমিটির নেতারা।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নেতারা বলেন, ‘আমরা আলোচনার জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি। কিন্তু বিএনপি আলোচনায় বসতে রাজি নয়। যদি তারা আহ্বান জানায়, দেশ ও জনগণের স্বার্থে আমরা আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে কালক্ষেপণ করে জাতীয় নির্বাচনের দিন গণভোট নেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হবে না। গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে হবে।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘জনগণের দাবি মেনে না নিলে আগামী ১১ নভেম্বর আমাদের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে।’

বৈঠকে সভাপতিত্ব করেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার চৌধুরী, সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানি ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের নূর নবী জনি ও অর্থ সম্পাদক রিয়াজ হোসাইন।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর