ঢাকা: প্রাথমিক শিক্ষকদের ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানি ছোড়ার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবি অযৌক্তিক নয়। দেশের বিভিন্ন খাতে হাজার কোটি টাকা ব্যয় হলেও শিক্ষাখাতকে অবহেলিত রাখা হয়েছে। তাই শিক্ষকদের রাজপথে নামতে হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে শিক্ষকদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হবে না— রাষ্ট্র নিজ উদ্যোগে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।’
মাওলানা ইউনুস আহমাদ আরও বলেন, ‘আজকের ঘটনায় আহত শিক্ষকদের চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে। তাদের সঙ্গে কোনো ধরনের পুলিশি হয়রানি করা যাবে না।’