Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৩:২৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৪:০৫

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের পারস্পরিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, মরদেহটি বাসার মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। থুতনির নিচে গুলির ছিদ্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেটি নিহতের নিজস্ব বাসা নয়। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।

এসআই হাসানুর রহমান বলেন, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর