Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতে ইসলামীর সঙ্গে আইএমএফ-এর বৈঠক অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৬:২৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৭:১৩

জামায়াতে ইসলামীর সঙ্গে আইএমএফ-এর বৈঠক

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। তাঁর সঙ্গে ছিলেন আইএমএফের ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুর রব এবং শফিউল্লাহ।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, আর্থিক খাতের চ্যালেঞ্জ, করব্যবস্থা ও সামাজিক খাতের নানা দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর