ঢাকা: ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত করতে হবে।
বুধবার (১২ নভেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মিলন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছিল। কিন্তু বিপ্লবোত্তর সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও জুলাই গণহত্যাকারীদের বিচার সম্পন্ন হলেও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। মহলবিশেষের হঠকারিতার কারণেই অন্তর্বর্তী সরকার সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। তবে সচেতন ছাত্র–জনতা এসব ষড়যন্ত্র মেনে নেবে না।
তিনি আরও বলেন, এ দেশের মানুষ আর অপশাসন, দুঃশাসন ও স্বৈরাচারী–ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না। স্বাধীনতার পর থেকে জনগণ দেখেছে—সুশাসন ও উন্নয়নের নামে লুটেরাদের লুটপাট, জুলুম ও দুর্নীতি। এখন তারা প্রকৃত পরিবর্তন চায়।
থানা আমীর কলিম উল্লাহর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন থানা সেক্রেটারি নূর উদ্দিন মোহাম্মদ জাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ট্রাক স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি দক্ষিণ বেগুনবাড়ি হয়ে উত্তর বেগুনবাড়ি গিয়ে শেষ হয়। পথসভায় বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।